বাঘারপাড়ায় ৫ গৃহহীন পরিবার পেলেন ঘর

0
200

বাঘারপাড়া সংবাদদাতা

বাঘারপাড়ায় ঈদ উপলক্ষে ৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন, ওসি তদন্ত মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত প্রমুখ।

Comment using Facebook