শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা সাদা সোনাখাত ও প্রধান রপ্তানীমুখী পন্য বাগদা চিংড়ী চাষের অনুকুল পরিবেশ তৈরী ও সুনিদিষ্ট নীতিমালার নিয়মতান্ত্রিকভাবে বাগদা চিংড়ী চাষের দাবিতে ৩০ জানুয়ারী (রবিবার) নুরনগর ও কৈখালী ইউনিয়নের চিংড়ী চাষীরা নতুনঘেরী ভেড়ার হাটে মানব বন্ধন করেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন চিংড়ী ঘের ব্যবসায়ী মোঃ ফজলুল করিম, আতিয়ার রহমান, গাজী নুর ইসলাম ও শাহারিয়া সোহাগ প্রমুখ।
দুই ঘন্টা মানব বন্ধনে বক্তরা বলেন. পরানপুর, গোনা, দুরমুজখালীতে ১টি করে ও কুলতলীতে ২টি করে মোট ৫টি মিনি সুইচগেট সরকারীভাবে অনুমোদিত। উক্ত গেট গুলো দিয়ে লোনা পানি উঠিয়ে আমরা দীর্ঘ দিন চিংড়ী চাষ করে আসছি।
বর্তমান শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গেট গুলো দিয়ে লোনা পানি উঠানো বন্ধ করে দেয়ায় আমরা দিশাহারা হয়ে পড়েছি।
এ এলাকায় চিংড়ী চাষ বন্ধ হলে হাজার হাজার ঘের ব্যবসায়ীরা ঋণের টাকা পরিশোধ তো দুরের কথা না খেয়ে মরবে। তারা আরও বলেন সুনিদিষ্ট নীতি মালায় নিয়মতান্ত্রিকভাবে চিংড়ী চাষ করার দাবিতে জননেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য এস.এম. জগলুল হায়দার সহ জেলা ও উপজেলার দায়িত্বরত সরকারী কর্মকর্তাদের কাছে দাবী জানান। মানববন্ধনে হাজার হাজার চিংড়ী ঘর ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।