শার্শায় গৃহহীনের মাঝে বাড়ির চাবি তুলে দেন, শেখ আফিল উদ্দিন

0
148

শার্শা সংবাদদাতা

মঙ্গলবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের মধ্যে ঈদ উপহার হিসেবে ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এ সময় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন শার্শার অসহায় গৃহহীন ৬ পরিবারের মাঝে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে ৬ জন উপকার ভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। উপকার ভোগীরা হলেন, শার্শার উলাশী গ্রামের স্বামী পরিত্যক্তা জাহানারা খাতুন, ঘিবা গ্রামের তবিবর রহমান, আব্দুর রহমান, স্বামী পরিত্যক্তা তাসলিমা খাতুন, হাসান মৃধা ও হালিমা খাতুন। উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, প্রকল্প কর্মকর্তা লাল্টু মিয়া, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার, চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুক।

Comment using Facebook