ডুমুরিয়ায় বোরো ধান উৎপাদনে মাঠ দিবস

0
156

ডুমুরিয়া সংবাদদাতা

খুলনা-বগেরহাট-সাতক্ষীরা-গোপালগঞ্জ-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে বোরো ধান উৎপাদনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভেলকামারি বিলে সাংবাদিক শেখ হেদায়েতুল্লাহর জমিতে চাষকৃত বিআর ২৮ জাতের ধান কর্তনে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-খুলনা-বগেরহাট-সাতক্ষীরা পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও খুলনা মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না, মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউটের শেখ রফিকুল ইসলাম।

Comment using Facebook