অবৈধ ইট ভাটা বিনষ্ট করেছে ফায়ার সার্ভিস

0
155

কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা

কচুয়ায় অনুমতি বিহীন ইট ভাটায় জালানি কাঠদিয়ে ইট পোড়ানোর সময় কচুয়া ফায়ার সার্ভিস পানি দিয়ে নিভিয়ে দিয়েছে। সোমবার বিকালে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামের রশিদ মল্লিকের পুত্র সেলিম মল্লিকের (কেএলওয়াই) নামক অনুমতি বিহীন ইট ভাটায় জালানি কাঠ দিয়ে ইটা পোড়ানোর সময় উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল ভ্রম্যমান আদালত পরিচালনা করে কচুয়া ফায়ার সার্ভিস দিয়ে ইটের পাজার আগুন নিভিয়ে বিনষ্ট করে দিয়েছে।

Comment using Facebook