যশোরে রোগের যন্ত্রনা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

0
141

যশোর

রোগ যন্ত্রনা সইতে না পেরে ভিক্সল পান করে সায়রা (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

তিনি যশোর সদর উপজেলা বিরামপুর গ্রামের আবু হানিফের স্ত্রী। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত গৃহবধূর ছেলে ইব্রাহিম খলিল জানান, তার মা সায়রা র্দীঘদিন যাবত (এস.এল.ই) নামক রোগে ভূগছিল। তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও তিনি সুস্থ হননি।

ক্রমেই তিনি শারিরীকভাবে আরো অসুস্থ হয়ে পড়েন। মাঝে মধ্যে তার শরীরে জ্বালা যন্ত্রনা দেখা দিলে সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করতেন।

Comment using Facebook