যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
170

যশোর অফিস

যশোর শহরের পালবাড়ি ভার্ষ্কয মোড়ে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এনামুল হক মল্লিক (৪৫) নামে এক অবসরপ্রাপ্ত সৈনিক মারা গেছেন। তিনি রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর গ্রামের হাজী খলিলুর রহমান মোল্লার ছেলে।

বর্তমানে যশোর শহরের পালবাড়ির তাকুয়া মসজিদের পাশের সফিক দারোগার বাড়িতে ভাড়া থাকেন। পুলিশ কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্টো-উ-১৪-১৫৮১) চালক মনিরুজ্জামান মনিরকে (৩৫) আটক করেছে।

মনির ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে। আটক কাভার্ডভ্যান চালক মনিরুজ্জামান মনিরকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comment using Facebook