অভয়নগর থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
184

স্টাফ রিপোর্টার

অভয়নগর থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গতকাল রবিবার বিকালে থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, যশোর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহম্মেদ, দৈনিক নওয়াপাড়ার উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব নাজমুল হক খোকন, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, মফস্বল সম্পাদক মাসুদ তাজ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ আব্দুল মুকিত জিলানী, ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী মোল্যা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ীসহ সূধীজনেরা। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি হেলাল উদ্দিন।

Comment using Facebook