ভৈরব উত্তর অফিস
অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চলের ৭নং শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের রেজাউল মোল্যার ছেলে মানিক মোল্যা প্রতিবেশি তৈহিদ খার গং দের সাথে অর্থনৈতিক এক বিবাদে ব্যপক মারামারি হয়।
এক পর্যায়ে ২১ শে এপ্রিল রাতে অভয়নগর থানায় একটি অভিযোগ করে বিচারতো পাইনি উল্টো বাদী নিজেই বিবাদীদের ভয়ে পালিয়ে রয়েছে এমন অভিযোগ করেছে বাদী নিজেই।
অভিযোগ সুত্রে জানাগেছে, মানিকের কাছ থেকে তৈহিদ খা সত্তর হাজার টাকা ধার নিয়ে ফেরত দেওয়ার সময় তালবাহানা করায় ভুক্তভোগী কে তৈহিদ খা গ্রুফের লোকজন এসে ব্যাপক ভাবে মারপিট করে।
অভিযোগ থেকে আরো জানাযায়, বাদী মানিকের কাছে থাকা নগত টাকা সোনার চেইন ও পালছার মটর গাড়ী ছিনিয়ে নিয়ে তৌহিদ গংরা।
এবিষয়ে মানিক জানিয়েছেন অভয়নগর থানায় ঐরাতেই অভিযোগ করলে বাশুয়াড়ী ক্যাম্প পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ায় আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।