যশোরে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত

0
176

যশোর অফিস

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে নুরুন্নবী (১৯) নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। রোববার সন্ধ্যায় ইফাতারির সময় স্থানীয় যুবলীগ নেতা সোহাগের অফিসের সামনে এই ঘটনাটি ঘটে।

নুরুন্নবী ওই এলাকার বাবলু শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইফতারির সময় নুরুন্নবী সহ বেশ কয়েকজন সোহাগের অফিসের যান। সে সময় ওই এলাকার রাসেলের নেতৃত্ত্ব ১৫/১৬ জন ওই অফিসের সামনে গিয়ে প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়ে।

এতে আতংক সৃষ্টি হয়। পরে নুরুন্নবীকে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নুরুন্নবীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান রাতে জানিয়েছেন, ঘটনাটি আমার জানা নেই। তবে এখনই খোঁজ খবর নেয়া হবে।

Comment using Facebook