মণিরামপুরে রেলপথ নির্মাণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0
258

স্টাফ রিপোর্টার, মণিরামপুর

যশোরের বসুন্দিয়া হতে মণিরামপুর, কেশবপুর, মহাকবি মাইকেল মধুসূদনের স্মৃতিধন্য সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবীতে মনিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মনিরামপুর প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে “হৃদয়ে মণিরামপুর” নামের এশটি ফেইসবুক গ্রুপ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এতে বক্তব্য বাখেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন,সম্পাদক মোতাহার হোসেন, সাংবাদিক এস.এম মজনুর রহমান, জিএম ফারুক আলম, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক বাবুল আকতার ,কাউন্সিলর বাবুলাল চৌধুরী, শিক্ষক টিএম সাইফুল আলম, মাস্টার আনিচুর রহমান, জাহাঙ্গীর আলম, হৃদয়ে মণিরামপুর”-এর শামছুজ্জামান,হাফিজুর রহমান প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন,সম্প্রতি নাভারন হতে সাতক্ষীরা পর্যন্ত ৪৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। যার কার্যক্রম অতিদ্রুত শুরু হবে।

ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া , যশোর, নাভারন হয়ে রেল সাতক্ষীরা যাবে। বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে ৯২ কিলোমিটার। কিন্তু এই রেলপথটি পরিবর্তন করে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা নির্মাণ করা হলে বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। দুরত্ব কম হবে (৯২-৪৯ ) =৪৩ কিলোমিটার।অতিরিক্ত কোন অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। শুধুমাত্র সমীক্ষা ব্যয়টুকু বেশি হবে । এতে করে যশোরের সবকটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে। তাই সমাবেশে অবিলম্বে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবী জানানো হয়।

Comment using Facebook