দাকোপ সংবাদদাতা
সারাদেশে তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশী পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এর মধ্যে ঈদে ৩২ হাজার ৯ শত ৪ পরিবার এ ঘর পাচ্ছেন ২৬ এপ্রিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল এ ঘরগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন । এর অংশ হিসাবে ওই দিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সং এর মাধ্যমে দাকোপে ২০টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন। যার প্রতিটির ঘরের ব্যয়ে ২ লাখ ৫৯ হাজার ৫শত টাকায় নির্মিত হয়েছে।
দাকোপ উপজেলা নির্ববাহী অফিস সূত্রে জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে সারাদেশে ৬৫ হাজারের বেশী পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩২ হাজার ৯ শত ৪ পরিবার তৈরী ঘরসহ ২ শতক জমির দলিল প্রদানের লক্ষে প্রধানমন্ত্রী ভিড়িও কন্ফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার দাকোপে ২০টি ঘর হস্তান্তরের লক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা র্নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ^াসের সভপতিতে¦ উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াস এমপি।