নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় গোপীনাথপুর গ্রামের (ব্যাপারীপাড়ায়) এক গৃহবধূর স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়,গত ১৮ এপ্রিল সকালে গৃহবধু নুসরাত জাহান (২০) কে যৌতুকের টাকার দাবি করে তার স্বামী ওই গ্রামের রইচ মৃধার ছেলে ইয়ামিন মৃধা (২৫)।
ইয়ামিনের স্ত্রী নুসরাত জাহান কে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে, এসময় নুসরাত টাকা দিতে অপারগতা স্বীকার করলে স্বামী ইয়ামিন মৃধা ও তার মা শাবানা বেগম তাকে বেধড়ক মারপিট করে, এক পর্যায়ে নুসরাত জাহান জ্ঞান হারিয়ে ফেললে তখন প্রতিবেশীরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিন মাসের গর্ভবতী তার শারিরীক অবস্থা ভালো না সে শরীরিক যন্ত্রনায় হাসপাতলের বিছানায় কাতরাচ্ছে এখন সে বাকরুদ্ধ অবস্থায় আছে। এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।