বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার ৪ নং ঘিবা গ্রামের জিন্নাত আলীর ছেলে মুহিদুল ইসলাম (৩০) ও পিতামৃত নইম উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪২)। উভয় সাং বেনাপোল পোটথানাধীন রবিবার(২২ এপ্রিল) দুপুরে ডিবি পুলিশ জানায় বেনাপোল পোর্টথানাধীন ৪ নং ঘিবা গ্রামে কবির হোসেনের বাড়ির সামনে। পাকা রাস্তার উপর হতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে এএসআই আমিরুল ইসলাম বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।