স্টাফ রিপোর্টার
অভয়নগরের কৃতি সন্তান হিসেবে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করলেন সুরাইয়া বিনতে শাহজাহান ওরফে সুরাইয়া শিহাব। তিনি মেধাতালিকায় ৮৯ তম স্থান অধিকার করে সহকারী জজ (জুডিশিয়াল) পদে অভয়নগরের ১ম নারী জজ হিসেবে মনোনীত হয়েছেন।
সুরাইয়া কোটা ফাজিল (ডিগ্রী) মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপ্যাল হযরত মাওলানা মোঃ শাহজাহানের জ্যেষ্ঠ্য কন্যা। তিনি কোটা ফাজিল (ডিগ্রী) মাদরাসা থেকে দাখিল (এস,এস,সি) ও আলিম (এইচ,এস,সি) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সন্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
এলাকাবাসী তথা অভয়নগরবাসী তাঁর এ সাফল্যে আনন্দিত ও গর্বিত। উল্ল্যেখ্য, অভয়নগর থেকে এ পদে ১ম মনোনীত হয়েছিলেন বারান্দী গ্রামের পীর মোহাম্মদের ছেলে জিয়া হায়দার, এরপর মনোনীত হয়েছিলেন চলিশিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম উজ্জ্বল। তারা উভয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়ালেখা শেষ করেন।