যশোরে শহীদ মশিউর রহমানের ৫১তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও ইফতার বিতরণ

0
165

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে শহীদ মশিউর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া ও ইফতারি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (২৩ এপ্রিল) জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন তার বাসভবনে এ আয়োজন করেন।

আলোচনা সভায় শহিদুল ইসলাম মিলন বলেন, ‘শহীদ মশিউর রহমানের অবদান কখনো ভুলার মত নয়। আওয়ামী লীগে তার ব্যাপক অবদান রয়েছে। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন শহীদ মশিউর রহমান জীবিত থাকবেন। মশিউর রহমানদের মত সফল সংগঠকদের জন্য বঙ্গবন্ধু’র দিক-নির্দেশনা সহজেই বাস্তবায়িত হয়েছিল।

বঙ্গবন্ধু’র সফলতার পিছনে মশিউর রহমানের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই আওয়ামী লীগ যতদিন থাকবে মশিউর রহমান ততদিন জীবিত থাকবেন। নেতাকর্মীরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সহ-সভাপতি এ এস এম হুমায়ুন কবীর কবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, সদস্য সামির ইসলাম পিয়াস, উপদেষ্টা আবুল হোসেন খান, শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক ফিরোজ খান, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, সদস্য এস এম রবি সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল এহসান সুজন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাসেল রানা, বর্তমান সহ-সভাপতি কায়েস আহমেদ রিমু, যুগ্ম-সাধারণ সম্পাদক রিফতুজ্জামান প্রমুখ।

Comment using Facebook