খালিশপুরে ম্যানহোলে পড়ে শিশুর মৃত্যু

0
141

খুলনা ব্যুরো

খুলনা মহানগরীর খালিশপুর চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল পড়ে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে নির্মাণাধীন মার্কেটের সেফটি ট্যাকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম আব্দুল্লাহ। সে খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, নিহত আব্দুল্লাহ চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে স্থানীয় ওব্যাট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে ঘর থেকে বের হয় সাত বছরের আব্দুল্লাহ। পার্শ্ববর্তী মসজিদে প্রায়ই সে ইফতারি করত। কিন্তু শুক্রবার সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজা শুরু করে। এলাকায় মাইকিংও করা হয়। শনিবার ভোর ৬টায় এলাকার এক ব্যক্তি ওই ট্যাংকের মুখে আব্দুল্লাহর মরদেহ ভেসে উঠতে দেখে তার বাবাকে খবর দেন। পরে তার বাবা স্থানীয়দের নিয়ে সন্তানের মরদেহ উত্তোলন করেন।

Comment using Facebook