যশোর অফিস
গতকাল শনিবার যশোর নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
যশোরের ঘোপ পিলু খান সড়ক এলাকায় অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. জাফর সাদিক, এ কে শরফুদ্দেীলা ছোটলু, জেলা যুবদলের সহসভাপতি রকিফুল ইসলাম রতন, জেলা স্বেচ্ছোসেবক দলের সভাপিত রবিউল ইসলাম, জেলা ছ্ত্রাদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু,যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাড. মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির আহ্বায়ক সাবেক পেীর মেয়র মারুফুল ইসলাম, জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান, সাধরণ সম্পাদিকা বীরমুক্তিযোদ্ধা ফেরদেীসী বেগম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আজম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মালিক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ।