মাসুদ পারভেজ, রূপদিয়া
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা জামতলায় অবস্থিত আফিল ব্রিকস এর সামনে যশোর-খুলনা মহাসড়কে বালু বাহী ডাম্প ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
নিহতের বাড়ি সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি বাজারের মৃত আহম্মদ আলীর ছেলে আজিজুর রহমান বাচ্চু প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে নিহত আজিজুর রহমান বাচ্চু রূপদিয়া বাজার থেকে আসার পথে বালু বাহী নম্বর প্লেট বিহীন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আজিজুর কে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় নরেন্দ্রপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায় এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরন করেন।