প্রধানমন্ত্রীর কাছে একটু মাটি চাইলেন রুবেলের স্ত্রী

0
157

নওয়াপাড়া ডেস্ক

সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের সাবেক স্পিন অল-রাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। গত ১৯ এপ্রিল সন্ধ্যায় পুরো ক্রিকেটবিশ্বকে কাঁদিয়ে প্রাণঘাতী ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে তিনি হেরে যান।

সেদিনই রাতে বনানী কবরস্থানে দাফন করা হয় এই ক্রিকেটারকে।

বনানী কবরস্থানে প্রতিটি কবরের স্থায়িত্ব দুই বছর। এই সময়ের পর সেই জায়গাই হয়ে যাবে অন্য কারও। তাই রুবেলের কবরটি স্থায়ী করার অনুরোধ জানালেন তার স্ত্রী চৈতি ফারহানা রুপা। শুক্রবার একমাত্র সন্তান রুশদানকে নিয়ে চৈতি বনানী করবস্থানে এসেছিলেন মোশাররফ হোসেন রুবেলের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ জানান।

Comment using Facebook