রাজস্থানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে মোস্তাফিজরা

0
159

ক্রীড়া ডেস্ক

রাজস্থান রয়্যালস, মোস্তাফিজুর রহমানের সাবেক দল। এই দলের বিপক্ষে টস জিতেছেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে মোস্তাফিজদের হাতে বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবারের আইপিএলে দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে রাজস্থান।

৬ ম্যাচের ৪টিই জিতে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে ৬ ম্যাচে ৩ জয় নিয়ে ছয় নম্বরে দিল্লি। দিল্লি একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, রিশাভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোস্তাফিজুর রহমান, খলিল আহমেদ। রাজস্থান একাদশ: জস বাটলার, দেবদূত পাডিক্কেল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সিমরন হেটমায়ার, করুন নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাকয়, প্রসিধ কৃষ্ণা, ইয়ুজবেন্দ্র চাহাল।

Comment using Facebook