ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় বাড়ির ছাঁদ থেকে পড়ে চিত্তরঞ্জন দেবনাথ নামের ষাটোর্ধ্ব বয়সের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির তিন তলায় অবস্থিত পানির ট্যাংকিতে মই দিয়ে উঠার মই সহ তিনি ছাঁদের উপর পড়ে যান। এতে তিনি গুরুত্বর আহত হন। তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
চিত্তরঞ্জন দেবনাথ লখপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত দ্বিজবর দেবনাথ এর পুত্র। তিনি মৃত্যুকালে স্ত্রী ও একপুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।