খুলনা ব্যুরো
আন্তর্জাতিক আল কুদস দিবস। এ দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ এবং দখলদারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।
ফিলিস্তিনির নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে খুলনায় শুক্রবার বাদ জুমা শিয়া মুসলিমদের আয়োজনে আল-কুদস দিবস পালিত হয়েছে।
আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ও আহলে বাইত (আ.) ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর আলতাপোল লেনস্থ ইমামবাড়ী থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর আলতাপোল লেন ও সাউথ সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে। হাজী মহসিন রোড ও সাউথ সেন্ট্রাল রোড মোড়ে ইসরাইলের পতাকা পুড়িয়ে ইয়াহুদিবাদী অত্যাচারী রাষ্ট্রের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাদ্রাসর অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী, হুজ্জাতুল ইসলাম আলী মুর্ত্তজা, হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল কাইউম, হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন, মাওলনা শহীদুল হক, মাওলনা আব্দুর রহিম প্রমুখ।