আন্তর্জাতিক ডেস্ক
ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামার নাইরা ও বাদগামে পৃথক দুই বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ-ই-মুহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি। গত শনিবার রাতে এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষ দুটি হয়েছে পুলওয়ামা ও বুদগামে জঙ্গি-বিরোধী অভিযান চালানোর সময়। এক টুইট বার্তায় এ অভিযানকে ‘বড় সাফল্য’ ঘোষণা করেছে পুলিশ। টুইটে কাশ্মীর পুলিশ লিখেছে, গত ১২ ঘণ্টায় জোড়া সংঘর্ষে পাক মদতপুষ্ট পাঁচ জঙ্গি মারা গেছে।