শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশই ফেবারিট: মাশরাফি

0
407

ক্রীড়া ডেস্ক

দেশের ক্রিকেটে এখন চলছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। যেখানে শিরোপার লড়াই এখন ইমরুল কায়েস, মুশফিকুর রহিমদের শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের লেজেন্ডস অব রূপগঞ্জের মধ্যে। প্রিমিয়ার লিগ শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল।

আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। পরে ১৫ থেকে শুরু হবে মাঠের লড়াই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ।

মিরপুরে দ্বিতীয়টি ২৩ মে থেকে। তাই স্বাভাবিকভাবেই প্রিমিয়ার লিগের মাঝে চলে এলো শ্রীলঙ্কা সিরিজের প্রসঙ্গ। লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে লিগ খেলতে থাকা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাফ জানিয়ে দিয়েছেন, এ সিরিজে টাইগাররাই ফেবারিট। সাভারের বিকেএসপিতে রূপগঞ্জের রোমাঞ্চকর জয়ের পর সংবাদমাধ্যমে মাশরাফি বলেছেন, ‘আমরা যদি ঘরের মাঠে খেলি আমরা সবসময় আশাবাদী, ফরম্যাট যেটাই হোক না কেন। যখন ঘরে খেলা নিশ্চিতভাবে আমরাই ফেভারিট, যেকোনো দলের বিপক্ষে।’

Comment using Facebook