ভৈরব উত্তর অফিস
অভয়নগর উপজেলার ৮নং সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গ্রামের আড়পাড়ায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে কাজী মিজানুর রহমান বাদী হয়ে অভয়নগর জুডিশিয়াল ম্যজিট্রেট আমলী আদালত যশোরে একটি মামলা দায়ের করেছে। মামলা নং সি আর ২১৯/২২ তারিখ ১৮/০৪/২২। বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।
মামলা সূত্রে জানাগেছে মৃত ইউসুপ কাজীর ছেলে কাজী মিজানুর রহমানের বাড়ীতে ১৭/০৪/২২ তারিখে পূর্ব শত্রুতার জেরে কামরুল শেখের নেতৃত্বে ভোর ৬টার দিকে ৬ /৭ জনের একটি সন্ত্রাসীদল অতর্কিত ভাবে মিজান কাজীর পরিবারের উপর বাড়ীতে এসে হামলা করে।
মামলা সূত্রে আরো জানা যায় হামলার পর জীবন বাচাতে পরিবারের লোকজন গা ডাকা দিলে হামলা কারীরা ঘরে রাখা নগত টাকা ও গহনা নিয়ে দ্রুত পালিয়ে যায়। মামলায় ৬ জন কে আসামী করে বাদী কাজী মিজানুর রহমান উক্ত মামলা দায়ের করেন।