খুলনায় ঈদের আগে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি

0
261

খুলনা ব্যুরো

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা মানববন্ধন করেছেন। দুপুরে মহানগরের শিববাড়ী মোড়ে মানববন্ধন করেন তারা। পাঁচটি জুটমিলসহ সব বদলি শ্রমিকের এরিয়ার টাকা, খুলনা-যশোর অঞ্চলের ছয় সপ্তাহের বকেয়া বিলসহ সব মিলের সপ্তাহের টাকা, নাম জটিলতা ও মামলায় ভুক্তভোগী সব শ্রমিকের বকেয়া পাওনা ঈদের আগেই পরিশোধ এবং রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালুর দাবিতে ‘পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে’র উদ্যোগে পাটকল শ্রমিক, শ্রমিক পরিবারের সন্তান, শিক্ষার্থী ও খুলনার নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিনের সভাপতিত্বে কর্মসূচির সঞ্চালনা করেন প্ল্যাটফর্মের সদস্য ও খালিশপুর জুটমিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির। বক্তব্য রাখেন খালিশপুর জুটমিলের কারখানা কমিটির সভাপতি মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সদস্য মো. শামীম খান, উজ্জ্বল আহমেদ, মো. সুমন, মো. আসিফ, ক্রিসেন্ট জুটমিলের সাবেক সহ-সম্পাদক আবু হানিফ, শ্রমিক নেতা মোশাররফ হোসেন, নাসিমা আক্তার, স্টার জুটমিলের শ্রমিক নেতা আলমগীর হোসেন, প্লাটিনাম জুটমিলের শ্রমিক নেতা শহীদুল ইসলাম, জেজেআই জুটমিলের শ্রমিক নেতা মো. শ্যামল, লেখক ও গবেষক গৌরাঙ্গ নন্দী, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সামিউল ইসলাম অরিক প্রমুখ। শ্রমিকের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন কবি ও নাট্যকার রোমেল রহমান, খুলনা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা শাহেদ শুভ, মেহেদি হাসানসহ খুলনার নাগরিক, শিক্ষার্থী ও নানা সেক্টরের পেশাজীবী ব্যক্তিরা।

Comment using Facebook