জাতিংঘের বিশেষজ্ঞ হত্যা: কঙ্গোয় ৫১ জনের মৃত্যুদণ্ড

0
263

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে হত্যার দায়ে অভিযুক্ত ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কঙ্গোর আদালত। ২০১৭ সালে সুইডিশ জায়েদা কাতালান এবং মার্কিন নাগরিক মাইকেল শার্পকে হত্যায় এই রায় দেন কঙ্গোর সামরিক আদালত।

সুইডেনের নাগরিক জাইদা কাতালান ও আমেরিকান মাইকেল শার্প ২০১৭ সালের মার্চে কাসাই অঞ্চলে পরিদর্শনে যান। সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন তারা। এ সময় অস্ত্রধারীরা রাস্তার পাশে তাদের গাড়ি থামিয়ে দেয়।

Comment using Facebook