স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা যুবলীগ ও শ্রমিকলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেনের সঞ্চালনায় রাজঘাট শিল্পঅঞ্চল শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজঘাট শিল্পাঅঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা। বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা, বিপুল শেখ, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক অজুর্ন সেন, সদস্য সঞ্জিত দাস, খন্দকার শহিদুল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, অন্যতম নেতা নাসির ফারাজী, সাইদ আলম বাচ্চু, কাজী মামুন, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফিন মিতা, মহিলা নেৃত্রী হালিমা পারভীন। পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক হাসান গাজী, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, সাবেক কাউন্সিলর লুৎফার রহমান, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ। পরিচালনা করেন আ’লীগ নেতা নজরুল ইসলাম।