স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা রেফারি সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, অভয়নগর রেফারি সমিতির সভাপতি ফশিয়ার রহমান।
সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, সহকারি অধ্যাপক ইকবাল হোসেন, নওয়াব আলী, নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান অহিদ, সাবেক কৃতি ফুটবলার রেজোয়ান ফারাজি, মনিরুজ্জামান, তুষার, রেফারি সমিতির কোষাধ্যক্ষ সুব্রত সরকার, সদস্য রবিউল ইসলাম রবি, ফয়সাল, প্রিন্স, তাপস প্রমুখ।