নওয়াপাড়া ডেস্ক
উচ্চশিক্ষার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে বলেছেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
তিনি বলেন, শুধু সার্টিফিকেটের জন্য উচ্চ শিক্ষা নয়। বৃহস্পতিবার বিকেলে বেনাপোলের সানরুফ হোটেলে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়োশনের সম্মানিত সদস্য গনের মেধাবী পুত্র-কন্যাদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার আলী আনু, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়োশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি আলহাজ শামসুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক মুন্নাফ খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুর রহমান ওহিদ, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন প্রমুখ। সার্বিক সঞ্চলনায় ছিলেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়োশনের নেতা মহাসিন মিলন।