অভয়নগরে গরীব-দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

0
148

স্টাফ রিপোর্টার

এডিবির অর্থায়নে অভয়নগর উপজেলা পরিষদের আয়োজনে গরীব ও দুস্থ নারীদের মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারুর স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, পিআইও মুশফিকুর রহমান। ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু জানান, ২৭টি সেলাই মেশিন স্ট্যান্ডসহ গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

Comment using Facebook