আন্তর্জাতিক ডেস্ক
এ মাসে সপ্তম বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। গতকাল রোববার সকালে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ২০১৭ সালের পর থেকে এ পর্যন্ত সর্ববৃহৎ বলে মনে করছে দক্ষিণ কোরিয়া।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে গতকাল রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫২ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়।
এরইমধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এর নিন্দা জানিয়েছে। আজকের ক্ষেপণাস্ত্রটি ৩০ মিনিট উড়ে দুই হাজার কিলোমিটার দূরে জাপান সাগরে পড়ে।