পুকুর থেকে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ উদ্ধার

0
402

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটে ধুম তরুণাস্থি প্রজাতির একটি বিলুপ্ত প্রায় কচ্ছপ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কাড়াপাড়ার ব্যাংকের মোড় এলাকায় হানিফ ফকিরের পুকুরে মাছ ধরার জালে কচ্ছপটি ধরা পড়ে।

পরবর্তীতে পুলিশ কচ্ছপটিকে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে।

হানিফ ফকির বলেন, পুকুরে মাছ ধরার সময় জালে কচ্ছপটি ধরা পড়ে। পরে আমি এটাকে আমার কাছে রেখে দিই এবং পুলিশের মাধ্যমে বন বিভাগকে জানাই।পরে বন বিভাগের লোক এসে থানা থেকে কচ্ছপটিকে নিয়ে যায়।

আমরা এমন কচ্ছপ আগে কখনো দেখিনি। খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহম্মেদ বলেন, বাগেরহাট থেকে ধুম তরুণাস্থি প্রজাতির বিলুপ্ত কাছিমটিকে উদ্ধার করা হয়েছে।

Comment using Facebook