ফুলতলায় নিহত সেই রোহান’র পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান

0
157

বিশেষ প্রতিনিধি, ফুলতলা

ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকান্ডের ঘটনায় মামলা পরিচালনার লক্ষ্যে নিহতের পিতা সৈয়দ আবু তাহের ও মাতা মোসাঃ রাবেয়া আক্তারের হাতে গতকাল বুধবার বেলা ১২ টায় পায়গ্রাম কসবাস্থ নিজ বাড়িতে কলেজের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গর্ভনিং বডির সভাপতি সাদিয়া আফরিন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, দমোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, সহকারী অধ্যপক ফুটলাল দত্ত, সহকারী অধ্যাপক কাঁজল বৈরাগী, প্রসেনজিৎ, রেজাউল ইসলাম, বিল্লাল হোসাইন প্রমুখ।

Comment using Facebook