বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠেছেন। সিঙ্গাপুর থেকে দ্রুত দেশে ফিরবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। নিজের শরীর চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন ডিপজল। সেখান গিয়ে কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের সঙ্গে দেখা করেন তিনি। এরপর তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্টে লেখেন, ‘সিঙ্গাপুর এসেই ফারুক মামুর সাথে কথা হয়েছে। ফারুক মামু সুস্থ আছেন, দ্রুত দেশে ফিরবেন তিনি।
তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ এদিকে কয়েকদিন আগে এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সিঙ্গাপুরে কিংবদন্তি অভিনেতা ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। এ বিষয়ে জানতে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়।