ফের করোনার হানা, ফের মোস্তাফিজদের ম্যাচের ভেন্যু বদল

0
228

ক্রীড়া ডেস্ক

করোনায় হানায় বিপর্যস্ত মোস্তাফিজুর রহমানদের দল দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচের (বুধবার) আগে মিচেল মার্শ করোনা পজিটিভ হওয়ায় কোয়ারেন্টাইনে রাখা হয় মোস্তাফিজদের।

ম্যাচটি হওয়ার কথা ছিল পুনেতে। কিন্তু খেলোয়াড়রা কোয়ারেন্টাইনে থাকায় মুম্বাই থেকে পুনেতে যেতে পারেননি। ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে। এদিকে দিল্লির আরও একজন বিদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নিউজিল্যান্ডের টিম শেইফার্ট। ম্যাচের আগেই এই খবর পাওয়া যায়।

তবে সময়মতোই শুরু হয়েছে দিল্লি-পাঞ্জাব ম্যাচ। তবে যেহেতু আরও একজন ক্রিকেটার করোনা আক্রান্ত, শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিও মুম্বাইয়েই খেলতে হবে মোস্তাফিজদের। পুনে থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে পরের ম্যাচ। এ নিয়ে দিল্লি ক্যাপিটালস শিবিরে ছয়জন করোনা আক্রান্ত হলেন। বাকিদের পিসিআর টেস্টে করোনা নেগেটিভ এসেছে।

Comment using Facebook