বেনাপোল সংবাদদাতা
প্রতিবছরের ন্যায় এবারও যশোরের শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছেন স্থানীয় এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। মঙ্গলবার বেলা ১০টার সময় উক্ত স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এ স্কুল ড্রেস বিতরণ করেন।
বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।