আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এর আগে ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে। এরপরই জেলেনস্কি নিজেই নিশ্চিত করেছেন, পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী।