নওয়াপাড়া ডেস্ক
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত অন্তত ১১ জন সাংবাদিক আহত হয়েছেন।
আহত সাংবাদিকেরা বলছেন, সংঘর্ষে জড়ানো দুপক্ষের ঔদ্ধত্যপূর্ণ আরচণেরও শিকার হয়েছেন তারা অনেকে। সংঘর্ষ চলাকালে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা কয়েকজন সাংবাদিককে হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করে। এ ছাড়া পুলিশের ছোঁড়া টিয়ার গ্যাস ও ইটের আঘাতেও আহত হন অনেক সাংবাদিক।