নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
165

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার অডিটোরিয়ামে পৌর মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল।

উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, দৈনিক নওয়াপাড়ার উপদেষ্টা সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজমুল হক খোকন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমেদ, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা, বিপুল শেখ, মোস্তফা কামাল, তানভির হোসেন তানু, মিজানুর রহমান মোল্যা, শেখ আব্দুস সালাম, সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা আবু দাউদ।

Comment using Facebook