ক্রীড়া ডেস্ক
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মানলেন জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। গতকাল মঙ্গলবার বিকালে মারা গেছেন তিনি। রুবেলের পারিবারিক সূত্রবিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মোশাররফ রুবেল। মোশাররফ রুবেলের মস্তিষ্কের টিউমারের চিকিৎসা হয়েছে দেশ ও দেশের বাইরে ভারত, সিঙ্গাপুরে। শুরুতে কিছুটা উন্নতি হলেও ধীরে ধীরে অবনতি হয়। গত বছরের শেষ দিকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে আবার ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন।
কিন্তু ফেব্রুয়ারির ২৩ তারিখে ঢাকা ফেরার পর থেকে ক্রমাবনতি ঘটে তার। গত কিছুদিন ধরে একদমই খেতে পারছিলেন না।
ফলে শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। অবস্থা সংকটজনক হওয়ায় গত ১৪ মার্চ মোশাররফ রুবেলকে হাসপাতালে নেওয়া হয়।
স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সাধারণ কেবিনেও স্থানান্তর করা হয় রুবেলকে। অবস্থা কিছুটা ভালো হওয়ার পর বাসাতে নিয়ে যাওয়া হয় তাকে। তবে খুব বেশিদিন বাসায় থাকতে পারেননি। কয়েকদিনের মাথায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার বিকালে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।