বিনোদন ডেস্ক
এনটিভির ঈদ আয়োজনে ‘পালিয়ে বিয়ে’ শিরোনামের একটি বিশেষ নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সারিকা সাবরিন। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। আরও অভিনয় করেছেন মনিরা মিঠুসহ অন্যরা।
নাটকের গল্পে দেখা যাবে, অপূর্বর গাড়ির সামনে এসে একজন সাহায্য চাইছেন। যিনি সাহায্য চাইছেন, তাঁর সাজ নববধূর। প্রথমে অপূর্ব ছিনতাইকারী ভাবলেও পরে বুঝতে পারে সারিকার আসলেই বিপদ।