চাঁদা না পেয়ে মারপিটে আহত ৪

0
189

যশোর অফিস

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির দাসপাড়ায় ১ লাখ টাকা চাঁদা না পেয়ে মানিক দাসের বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আহত ৪ জনের মধ্যে গুরুতর গোবিন্দ দাস যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মৃত কালী পদ দাসের ছেলে।

এই ঘটনায় মানিক দাস হামলাকারী ৫ জনের নাম উল্লেখ করে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তারা হলেন চুড়ামনকাটি দাস পাড়ার অনিল দাসের দুই ছেলে রতন দাস, অসিম দাস, তারা পদ দাসের ছেলে মন্টু ওরফে দুধ কুমার দাস, জিতেন দাসের ছেলে উত্তম দাস ও দুলাল দাসের ছেলে রতন দাস। মৃত নিমাই দাসের ছেলে মানিক দাস জানান, বাড়ি তৈরির জন্য ইট বালি আনার পর ১০ এপ্রিল রতন দাসের নেতৃত্বে দুর্বৃত্তরা তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়। এরই জের ধরে ১৭ এপ্রিল রাতে মানিকের নেতৃত্বে উল্লিখিত দুর্বৃত্তরা তার (মানিক) বাড়ি হামলা চালায়। এসময় হামলাকারীদের মারপিটে মানিক তার মা সাগরিকা, স্ত্রী গীতা রানী ও মামাতো ভাই গোবিন্দ আহত হয়। আহতদের মধ্যে গোবিন্দকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসাগ্রহণ করেন।

Comment using Facebook