ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় পাঁচ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার থানার মোড় থেকে তাকে আটক করা হয়।
ফেনসিডিল নিয়ে তিনি থানা এলাকায় অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। আটক নাহিদা আক্তার মিতু (২২) অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামের শুভ ইসলামের স্ত্রী ও সদর উপজেলার শেখহাটি বাবলাতলার মৃত আব্দুর রশিদ মোড়লের মেয়ে।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, প্রাইভেটকার থেকে ওই নারী থানার মোড়ে নামেন। সন্দেহ হলে চেক করে তার কাছে ৫ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।