আন্তর্জাতিক ডেস্ক
সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে লাগে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। সৌরম-লের সবচেয়ে দূরবর্তী গ্রহে সেই আলো পৌঁছাতে লাগে প্রায় চার ঘণ্টা।
সূর্য থেকে চার বিলিয়ন কিলোমিটার দূরে সৌরজগতের শেষ গ্রহ নেপচুন। সেই নেপচুন বর্তমানে অনন্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দুই দশক ধরে বিস্তৃত পর্যবেক্ষণ হচ্ছে নেপচুন নিয়ে।
প্রকাশ করা হয়েছে আগের চেয়ে নেপচুনের তাপমাত্রা পরিবর্তনের আরও সম্পূর্ণ চিত্র। গ্রহটি তার বায়ুম-লীয় তাপমাত্রায় আশ্চর্যজনক পতনের মধ্য দিয়ে যাচ্ছে। নেপচুনের স্ট্র্যাটোস্ম্ফিয়ারে গড় তাপমাত্রা ২০০৩ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।