নওয়াপাড়া ডেস্ক
দেশে ‘অক্টোপাসের মতো দমবন্ধ করা পরিবেশ’ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে মানুষ প্রতিদিন অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করছে, পারছে না। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা সেই চেষ্টা করছি। আগামী দিনে অবশ্যই সে ধরনের একটা আন্দোলন তৈরি করতে সক্ষম হবো, যে আন্দোলরের মধ্যদিয়ে যে ভয়াবহ দানব আমাদের ওপর চেপে বসে আছে তাকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের একটি প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো, পার্লামেন্ট তৈরি করতে সক্ষম হবো।