ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
173

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান শীর্ষক’ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার তৃতীয় তলায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক যশোর জোনের হেড মোঃ শফিউল আজম।

ইফতার মাহফিলে আলোচনা করেন নওয়াপাড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম ও উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার অপারেশন খন্দকার মাহফুজ আহমেদ, নওয়াপাড়া ট্রাক ও ট্রান্সর্পোট এজেন্সী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইব্রাহিম বিশ্বাস, দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরীসহ ব্যাংকের বিনিয়োগ গ্রাহকবৃন্দ, সূধীজন, শিক্ষকমন্ডলী ও ব্যাংকের সাধারণ গ্রাহকবৃন্দ। আলোচনাসভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়ে বিকাল ৫টায় শেষ হয়।

Comment using Facebook