ভারতীয় রেল মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের বেনাপোল পরিদর্শন

0
179

যশোর অফিস

ভারতীয় রেল মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গতকাল সোমবার বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন। বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল স্থল বন্দরে ভারতের রেল মন্ত্রণালয়ের ও জোনাল রেলের ৯ সদস্যের একটি প্রতিনিধি দলও বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের অপর একটি প্রতিনিধি দল বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে করেন।

রেলওয়ের মাধ্যমে বেনাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের জন্য তারা এই পরিদর্শন করেন বলে জানা যায়।

বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি দলে ছিলেন, চিফ অপারেটিং সুপারেনটেনডেন্ট (রাজশাহী) সহিদুল ইসলাম, চিফ কমার্শিয়াল ম্যানেজার (রাজশাহী), আহসানউল্লাহ ভূইয়া, বিভাগীয় ব্যাবস্থাপক (পাকশী), মোঃ সাইদুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী, বীরবল মন্ডল, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, মোঃ নাসির উদ্দিন সহকারী পরিচালক, হুমায়ূূন কবির এছাড়া বেনাপোল কাস্টমসের উপ কমিশনার, বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা পরিদর্শনে অংশগ্রহণ করেন। ভারতীয় রেল মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের প্রধান নির্বাহী পরিচালক শ্রী কিশোর কুমার, নির্বাহী পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্ট) ড. মানোজ সিং, নির্বাহী পরিচালক (মেকানিকাল ইঞ্জিনিয়ার)। শ্রী ভি কে আগারওয়াল, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স) শ্রী রবীন্দ্র এন মিশ্র। এছাড়া ভারতের জোনাল রেলের আরো ৫ জন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comment using Facebook