ফুলতলা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

0
258

বিশেষ প্রতিনিধি, ফুলতলা

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জমান তালুকদার বলেছেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীন পরিবারসমূহকে জমি ও ঘর প্রদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক নজিরবিহীন উদ্যোগে। অত্র প্রকল্পের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই হয়েছে অসংখ্য অসহায় পরিবারের। সোমবার সকাল সাড়ে ১০ টায় ফুলতলা উপজেলার নাউদাড়ি গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প- ২ এর নির্মানাধীন ৭৭ টি ঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত দক্ষিণডিহি গ্রামের রবীন্দ্র কমপ্লেক্স, ফুলতলা থানা, দামোদর ইউনিয়ন পরিষদ ও তহশীল অফিস পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার রায়, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Comment using Facebook